Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : মিষ্টি কুমড়া
বিস্তারিত :মাঝারি বড় হয়ে পচে যাচ্ছে

উত্তর/মতামত

মিষ্টিকুমড়া মাঝারি বা বড় হয়ে পচে যাওয়ার প্রধান কারন হলো মিষ্টিকুমড়াতে মাছি পোকার আক্রমন হওয়া। মাছি পোকা ফল খুব ছোট অবস্থায় কঁচি ফলে আক্রমন করে কিন্তু তাৎক্ষনিক কোন লক্ষণ বুঝা যায় না। পরবর্তীতে যখন ফল আস্তে আস্তে বড় হতে শুরু করে তখন আক্রান্ত অবস্থান বুঝা যায় এবং ভিতরে আস্তে আস্তে পচে যেতে থাকে। তাই মাঠে ফল আসার শুরুতেই Sex Pheromone ফাঁদ এর ব্যবস্থা করতে হবে। বর্তমানে Sex Pheromone ফাঁদ বাজারে বিক্রি হয়। Sex Pheromone ফাঁদ ব্যবহারের প্রক্রিয়া ভালোভাবে জেনে নিয়ে জমিতে ব্যবহার করলে এই পোকার আক্রমন হতে রক্ষা পাওয়া যাবে। ঔষুধ দিয়ে এই পোকা দমন করা যায় না। আরো বিস্তারিত জানার জন্য আমাদের গবেষণা মাঠগুলি দেখার আমন্ত্রণ রইল।