Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : শসা
বিস্তারিত :সমস্যা অনেক দিন ধরে আমার শসা গাছ মরে যাচ্চে.করনীয় কী?

উত্তর/মতামত

শশা গাছ মরে যাওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। আপনি আপনার প্রশ্নে বিস্তারিত বর্ননা দেননি। কিভাবে গাছগুলি মারা যাচ্ছে বা ২/১ টা ছবিও পাঠাননি, যাতে করে বুঝা যায় যে কি কারণে গাছ মারা যাচ্ছে। বিশেষ করে গাছের গোড়ায় পানি জমে থাকলে গাছ আস্তে আস্তে হলুদ হয়ে পুরো গাছ মরে যেতে পারে ।
তাই বিস্তারিত বর্ননা সহ ২/১ টা ছবি পাঠালে সেই অনযায়ী ব্যবস্থা পত্র দেওয়া যেতে পারে ।