Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ফসলের সার
বিস্তারিত :ইউরিয়া সার সম্পর্কে জানতে চাই

উত্তর/মতামত

ইউরিয়া সার থেকে উদ্ভিদের খাদ্যোপদান হিসাবে শুধুমাত্র নাইট্রোজেন সরবরাহ হয়ে থাকে অর্থাৎ উদ্ভিদের জন্য মাটিতে যুক্ত হয়। ১ টি মাত্র উদ্ভিদ খাদ্যোপদান সরবরাহ করে বিধায় ইউরিয়াকে একক সার বলা হয়। ইউরিয়া সার দানাদার। এই সার পানিতে দ্রুত দ্রবীভূত হয়। সারটির কার্যকারিতা বিভিন্ন ফসল ও মাটি ভেদে ২৮-৩২% হয়ে থাকে। গুটি ইউরিয়া বড় আকারের হয়। গুটি ইউরিয়া ধান, দীর্ঘ মেয়াদি ফসল ও পিট ফসলে ব্যবহার করলে সারের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং ফসলের ফলন ও বেশী হয়। অন্যান্য সারের মত ইউরিয়া সারের কার্যকারিতা বেশী দিন মাটিতে থাকে না। এইজন্য বিভিন্ন ফসলে ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হয়।
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, বিএআরআই, গাজীপুর