Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : মরিচের ঢলে পড়া রোগ
বিস্তারিত :মরিচের গাছ মরে যাচ্ছে।এখন কি করবো

উত্তর/মতামত

ইতোমধ্যে মরে যাওয়া গাছ তুলে ফেলতে হবে। Furadan প্রতি হেক্টরে ২০ কেজি এবং ইউরিয়া প্রতি হেক্টরে ৫০ কেজি একসাথে মিশিয়ে দিতে হবে । ৩-৪ দিন পরে Tilt নামক ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ০.৫ মিলি মিশিয়ে স্প্রে করতে হবে।
মো: ইকবাল হক, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর।