Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : সার প্রয়োগ বিষয়ে
বিস্তারিত :স্যার! আসসালামু আলাইকুম, আমি জানতে চাই, অন্যান্য সারের সাথে জিংক মিক্স করে গাছে প্রয়োগ করা যাবে কি ?

উত্তর/মতামত

টিএসপি সার ব্যতিত অন্যান্য সারের সাথে মিশিয়ে জিংক সার মাটিতে প্রয়োগ করা যাবে। তবে পাতায় স্প্রে করার ক্ষেত্রে আলাদা ভাবে জিংক সারের দ্রবন (তিন গ্রাম জিংক সালফেট সার প্রতি লিটার পানিতে দিয়ে ২০-২২ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে) তৈরী করে প্রয়োগ করলে ভাল ফল পাওয়া যাবে।
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, বিএআরআই, গাজীপুর।