Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : কৃষি অফিস
বিস্তারিত :বিষয় : কৃষি অফিস কোথায়? বিষয় :টাংগাইল জেলাতে কৃষি অফিস কোথায় এবং কর্মকর্তাদের মোবাইল নম্বার চাই। আমার কিছু ভালো ফলের গাছ লাগবে আমাদের টাংগাইলে কি সেগুলো পাওয়া যাবে? ( আম, লিচু, মালটা, হাইব্রিড নারিকেল,ইত্যাদি।)

উত্তর/মতামত

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট টাংগাইল অফিসের ঠিকানা নিম্নে দেয়া হলো।
ড. মো: আমিনুর রহমান
ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা
সরেজমিন গবেষণা বিভাগ
টাংগাইল নতুন বাসষ্ট্যান্ড, সাবালিয়া
মোবাইল-০১৭৩৪০৩৪৩৭০