Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : সিডলেস পেয়ারা
বিস্তারিত :গাছে প্রচুর পরিমান ফুল আসে কিন্ত ফল ধরেনা , ফুল ঝরে যায় কি করলে ফলন পাবো ??! আমার গাছটি হাফ ড্রামে আছে।

উত্তর/মতামত

গাছের বয়স কত, সঠিক সময়ে সার সেচ, আগাছা পরিষ্কার করেন কিনা জানাননি। বয়স অনুযায়ী গাছের সঠিক পরিচর্যা যেমন, সার-সেচ প্রয়োগ করতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে। বয়স অনুযায়ী সারের মাত্রা-
>
সারের নাম ১-২ বছর ৩-৫ বছর ৬ বছর বা তদুর্ধ্ব
গোবর (kg) ১০-১৫ ২০-৩০ ৪০
Urea (g) ১৫০-২০০ ২৫০-৪০০ ৫০০
TSP (g) ১৫০-২০০ ২৫০-৪০০ ৫০০
MOP (g) ১৫০-২০০ ২৫০-৪০০ ৫০০
উপরোক্ত সারগুলো ফেব্রুয়ারি, মে ও সেপ্টেম্বর মাসে ৩ কিস্তিতে প্রয়োগ করতে হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন- www.bari.gov.bd-E-book-কৃষি প্রযুক্তি হাতবই - ২য় খন্ড - ফল ফসল (পেয়ারা)
ড. বাবুল চ্দ্র সরকার
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
ফল বিভাগ
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বারি, গাজীপুর