Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : রাম্বুতান গাছে ফুল থেকে ফল হওয়ার পর ফল বড় নাহওয়ার বিষয়
বিস্তারিত :আমার রাম্বুতান গাছের বয়স ৬-৭ বছর। গাছে এই বছর 2nd বারের মত ফুল আসে এবং ফল হয় কিন্তু কিছু কিছু ফল বড় হয়ে গেছে আর বেশির ভাগ ফল এই রকম (ছবি)। প্রথম বছর ও একই অবস্থা। উল্লেখ্য গাছটি বীজ থেকে লাগানো।

উত্তর/মতামত

রাম্বুতান গাছ খরার প্রতি খুব সংবেদনশীল। চারা বৃদ্ধির জন্য শুকনা মৌসুমে ১০-১৫ দিন পর পর সেচ দিতে হয়। ফলন্ত গাছের বেলায় সম্পূর্ণ ফুল ফোটা পর্যায়ে একবার ফল মটরদানার মত হলে একবার এবং এর ১৫ দিন পর আর একবার সেচের ব্যবস্থা করতে হবে। গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে খেয়াল রাখতে হবে। এছাড়াও বয়স অনুযায়ী গাছের সঠিক সময়ে সার প্রয়োগ প্রয়োজন। সারের মাত্রা-
বয়স (বছর) গোবর (Kg) Urea (g) TSP (g) MOP (g)
৫-৭ ২০-২৫ ৪৫০ ৭৫০ ৪৫০
৮-১০ ২৫-৩০ ৭৫০ ১২০০ ৬০০
সারগুলো সমান ৩ ভাগে ভাগ করে প্রয়োগ করতে হবে। ফল আহরণের পর ১ম কিস্তি, শীতের শুরুতে ২য় কিস্তি এবং ফল আসার পর ৩য় কিস্তি।