Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : Hydroponic solution ki BARI-te paowa jai?
বিস্তারিত :Where did I get hydroponic solution?

উত্তর/মতামত

Hydroponic Stock Solution A তে ক্যালসিয়াম নাইট্রেট থাকে এবং Hydroponic Stock Solution B তে ম্যাগানেসিয়াম সালফেট থাকে, যা একত্রে মিশ্রিত করলে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে CaSO4 হিসেবে তলানি পরে। তাই Stock Solution A ও Stock Solution B আলাদা ভাবে তৈরী করতে হবে। হাইড্রোপনিক কালচারের জন্য রাসায়নিক প্রাপ্তির স্থান হলোঃ এস এফ সায়েন্টিফিক মো. শফিকুল ইসলাম ৩২/১, হাটখোলা রোড, শুভেচ্ছা প্লাজা, ঢাকা-১২০৩। মোবাইল নাম্বার: ০১৭৩১৭৯৮৯৯৩ [বিস্তারিত তথ্য জানার জন্য সবজি বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, জয়দেবপুর, গাজীপুর এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।]
যোগাযোগের ঠিকানা
১। ড. জি এম এ হালিম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, মোবাইল নং- ০১৭১৫১৭৯৩৬৬
২। এ কে এম সেলিম রেজা মল্লিক, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মোবাইল নং- ০১৭১১৯০০২৫৬
৩। ড. মোঃ আসাদুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা, মোবাইল নং- ০১৭১৮১৩১৫৪৫