Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ফল সংগ্রহের পর , ফল আসার আগ পর্যন্ত আম ( হাড়ি ভাঙ্গা) গাছের পরিচর্যা ।
বিস্তারিত :আমি কিছু রংপুরের বিখ্যাত হাড়ি ভাঙ্গা আমের চারা গাছ লাগিয়েছি , এই বছর ৩-৪ টি গাছে কিছু আম ধরেছিল । তাই আসছে বছরের জন্য কিভাবে গাছ গুলোর পরিচর্যা করবো ? কি কি সার কতটুক পরিমাণ দিতে হবে ( গাছ প্রতি) , কীটনাশক দিতে হবে কি না , বছরের কোন সময় দিতে হবে ?? একটু বিস্তারিত পরামর্শ দিলে খুব ভালো হত । অগ্রিম ধন্যবাদ আরিফ রংপুর

উত্তর/মতামত

আমের চাষ পদ্ধতি সম্পর্কিত বিস্তারিত তথ্যাদি জানতে ভিজিট করুন:
www. bari.gov.bd→ E-book→ কৃষি প্রযুক্তি হাত বই →২য় খন্ড→ ফল ফসল→আম
এছাড়া বিশেষভাবে হাড়িভাঙ্গা আম সম্পর্কিত তথ্যাদি জানতে যোগাযোগ করতে পারেন –
ড.মো. জমির উদ্দিন, এসএসও
আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র,
বুড়ির হাট, রংপুর
মোবা: ০১৭১৮৮২৩১৫১
ড. বাবুল চন্দ্র সরকার
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (অ.দ)
ফল বিভাগ
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর