Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ডালিমের গা পচন প্রতিরোধ সম্পকের
বিস্তারিত :ডালিম একটু বড় হলে গায়ে পচন ধরে । প্রথমে গায়ে দাগ দেখাযায় পরে পচন ধরে । এবং ফল পাকার আগেই ঝড়ে যায় । এর তিরোধ কি ? জানতে চাই।

উত্তর/মতামত

ছত্রাক ঘটিত এ রোগটি সাধারনত বর্ষাকালে দেখা যায়। এ রোগের জীবানু দ্বারা ফুল আক্রান্ত হলে ফল ধারণ বিঘ্নিত হয় এবং কচি ফল ঝরে যায়।ফলের গায়ে হলদে বা কালো দাগ দেখা যায়, খোসা কুঁচকে যায় এবং ফলের ওজন কমে যায়, ফল কাঁচা থাকে এবং ফল নরম হয়ে পচে যায়। আক্রান্ত ফল , ডালপালা কেটে পুড়িয়ে ফেলতে হবে। প্রতি লিটার পানিতে ২-৫ গ্রাম হারে ইন্ডোফিল এম-৪৫ বা ১ গ্রাম হারে ব্যাভিস্টিন গুলে ১০দিন অন্তর ৩-৪ বার ফলে ও গাছে ভালভাবে স্প্রে করতে হবে।
ড. বাবুল চন্দ্র সরকার
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (অ.দ)
ফল বিভাগ
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর