Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পেয়ারা গাছের ফলের পোকা
বিস্তারিত :ছাদে পেয়ারা গাছ নতুন পুরনো সব গুলোতেই পোকা ফলে পোকা হচ্ছে। ফল ছোট অবস্থায় পেকে ভেতরে পোকায়ভরে যাচ্ছে। সমাধান জানতে চাচ্ছি।

উত্তর/মতামত

পেযারা গাছে কি ধরণের পোকা তা বিস্তারিত জানান নাই, ছবি পাঠান নাই। যদি সাদা তুলার মত পোকা হয়, তবে তা মিলিবাগ নামক পোকার আক্রমন। বিস্তারিত জানতে ভিজিট করুন- www.bari.gov.bd-Ebook-কৃষি প্রযু্ক্তি হাতবই-২য় খন্ড-ফল ফসল (পেয়ারা) আর ফল ছোট অবস্থায় পেকে ঝরে যায় ফল ছিদ্রকারী পোকার আক্রমনে। আক্রান্ত ফল পোকাসহ সংগ্রহ করে ধ্বংস করতে হবে। প্রতি লি. পানিতে ১g প্রোক্লেম ৫ এসজি বা ১ মিলি লেবাসিড ৫০ ইসি মিশিয়ে ১৫ দিন অন্তর ফল ছোট অবস্থায় স্প্রে করতে হবে। ফল মার্বেল অবস্থায় ছিদ্রযুক্ত পলিব্যাগ বা বাদামী কাগজের ঠোঙ্গা দ্বারা ফল ঢেকে দিতে হবে।
ড. বাবুল চন্দ্র সরকার
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
ফল বিভাগ
উদ্যানতত্ত্ব গবেষণা বিভাগ
বারি, গাজীপুর