Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আম
বিস্তারিত :ভাই আমি ফরহাদ আমার বাড়ি কাজির হাটের পাসে আমার একট জমিতে আমের বাগান করতে চাই তবে একটা কথা জমিতে বসায় সমায় এক দের ফুট পানি হয় এখন আমি কি বাগান করতে পারবে

উত্তর/মতামত

যে কোন ধরণের মাটিতেই আমের চাষ করা গেলেও গভীর,সুনিষ্কাষিত, উর্বর দোঁ-আশ মাটি আম চাষের জন্য উত্তম। বর্ষায় পানি দাড়ায় না এবং সারাদিন সূর্যের আলো পড়ে এমন উঁচু ও মাঝারি উঁচু জমি নির্বাচন করতে হবে। সমতল জমিতে চাষ ও মই দিয়ে ভুমি সমতল ও আগাছামুক্ত করে নিতে হবে। আমের জন্য মাটির অম্লতা ৫.৫-৭.৫ সর্বোত্তম।
ড. বাবুল চন্দ্র সরকার
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (অ.দ)
ফল বিভাগ
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর