Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : mati porikha
বিস্তারিত :mati porikha kothy korbo dinajpure

উত্তর/মতামত

মৃক্তিকা বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর নাম মাত্র মূল্যে মৃত্তিকা, উদ্ভিদ, পানি ও সার পরীক্ষা করে থাকে। কিন্ত দিনাজপুরে এর কোন শাখা নাই। তবে নশিপুর, দিনাজপুর অঞ্চলে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) নামক একটি সরকারি প্রতিষ্ঠান আছে যার মাধ্যমে সহজেই মাটি পরীক্ষা করতে পারবেন।
ড. মুহাম্মদ মাসুদুজ্জামান মাসুদ
ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা
মৃত্তিকা বিজ্ঞান বিভাগ
বারি, গাজীপুর