Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : অংকুরোদগম
বিস্তারিত :বীজ বপনের আগে কোন ফসলের বীজ কত সময় পানিতে ডুবিয়ে রাখতে হবে। পানিতে ভিজানো ছাড়া কি বীজ বপন করলে অংকুরোদগম হবে কি?বীজ বপনের আগে পানিতে ভিজানো ছাড়া বীজের সুপ্তাবস্থা ভাঙার অন্য পদ্ধতি অবলম্বন করে কি বীজের অংকুরোদগম হবে? ব্যাখ্যা চাচ্ছি

উত্তর/মতামত

পানিতে ভিজানো ছাড়াও বীজ বপন করলে অংকুরোদগম হবে। সকল ধরণেরে বীজ বপনের পূর্বে পানিতে ডুবিয়ে রাখতে হয় না। শুধুমা্ত্র যে সকল ফসলের বীজের আবরন পুরু সে সকল ফসলের বীজ তাদের বীজাবরণের পুরুত্ব ভেদে ২৪-৪৮ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে বপন করলে অংকুরোদগম ভালো হয়। পানিতে ভিজানো ছাড়াও বীজের সুপ্তাবস্থা ভার্ঙ্গার জন্য ০.২% পটাশিয়াম নাইট্রেট এবং ০.০৫% জিবরালিক এসিড দ্রবনে বীজ ভিজিয়ে নেয়া যেতে পারে।
আ. ন. ম এনামুল করিম
ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা
বীজ প্রযুক্তি বিভাগ
বারি, গাজীপুর।