Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পেঁপে বিষয়ে জানতে চাই
বিস্তারিত :আমার একটা আনারস বাগান আছে। আমি চাচ্ছি আনারসের ফাকে ফাকে পরীক্ষামূলক কিছু পেঁপে গাছ লাগাবো। এতে আনারসের হালকা ছায়া হবে কারণ রোধে অনেক আনারস জ্বলে যায় এবং পেঁপেতেও কিছু অতিরিক্ত লাভ আসবে। হাইব্রিড জাতের কি পেঁপে লাগালে আমি লাভবান হবো এবং এর বীজ কোথা থেকে সংগ্রহ করবো?

উত্তর/মতামত

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ হাইব্রিড জাতের পেঁপে নেই। হাইব্রিড জাতের পেঁপের বীজ এর জন্য বেসরকারী বীজ কোম্পানীর সাথে যোগাযোগ করতে পারেন।
ড. বাবুল চন্দ্র সরকার
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
ফল বিভাগ
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বারি, গাজীপুর