Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ছাদ বাগানে সব‌জি চাষ
বিস্তারিত :ছা‌দে বাগান কর‌তে চাই।বার বার চেষ্টার প‌রেও গাছ বাঁচা‌তে পার‌ছি না। চারা গা‌ছে‌ের গোড়া প‌ঁচে যায়, পাতা কুঁক‌ড়ে যায়, এ বিষ‌য়ে ঢাকার কোন জায়গায় সহায়তা পে‌তে পা‌রি??? ধন্যবাদ

উত্তর/মতামত


গোড়া পচে যাওয়া:
মাটি ঝুরঝুরে ও পরিমিত পানি, অতিরিক্ত পানি নয়।
প্রয়োজনে Autostin গাছের গোড়ায় @1 ml/lit হারে স্প্রে করা।
পাতা কুকড়ে যাওয়া: ভাইরাস এর বাহক পোকা দমন করার জন্য ইমিটাফ 1ml/lit বা কনফিডর 1ml/lit হারে পাতার উপরে নীচে স্প্রে করা
ড. এ কে এম কামরুজ্জামানা
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
সবজি বিভাগ
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বারি, গাজীপুর