Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : Valo Bij pawar upay ki?
বিস্তারিত :Ami Amar krisi jomi te kicu bidesi sak sobji o foll ar cas korte chay ai jonno bij abossok.

উত্তর/মতামত

বাংলাদেশে যে সকল সবজি ও ফুল উৎপাদিত হয় তার প্রায় সবগুলোর বীজ, চারা ও কলম বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ পাওয়া যায়। আপনি যদি সবজি যেমন-টমেটো, মূলা, শিম, মটরশুটি, চিচিঙ্গা, বাঁধাকপি, চীনাকপি, লালশাঁক, ঢেঁড়শ, মিষ্টি কুমড়া, ঝিঙ্গা, লেটুস, করলা, চালকুমড়া, পটল, পুইশাক, মিষ্টি মরিচ, পালংশাক, স্কোয়াস এবং ফুল যেমন- গস্নাডিওলাস, অর্কিড, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, এন্থুরিয়াম, ডালিয়া, লিলি, গাঁদা এর চাষ করতে চান তবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর বিভিন্ন আঞ্চলিক গবেষণা কেন্দ্র ও উপকেন্দ্রের সাথে যোগাযোগ করে উল্লেখিত বীজ ও চারা সংগ্রহ করতে পারেন। এছাড়াও বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর হর্টিকালচার সেন্টার, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এবং বিভিন্ন নামকরা বীজ কোম্পানী হতেও আপনি বীজ ও চারা সংগ্রহ করতে পারেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট হতে সবজি ও ফুলের বীজ এবং চারা সংগ্রহ করতে চাইলে গাজীপুর সদর দপ্তর, গাজীপুর এর অবস্থিত উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সবজি ও ফুল বিভাগ এর সাথে যোগাযোগ করতে পারেন।
আ. ন. ম এনামুল করিম
ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা
বীজ প্রযু্ক্তি বিভাগ, বারি, গাজীপুর