Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আলুর পাতায় পাচারি
বিস্তারিত :আলু গাছ এর বয়স প্রায় 50 দিন হচ্ছে এখন লক্ষ করতেছি অনেক আলু গাছের পাতা পচে যাচ্ছে, ৫দিন আগে এসিবিন ব্যাবহার করেছি, কিন্তু কোনো ফলাফল পাচ্ছি না।

উত্তর/মতামত


১) জমিতে পানি সেচ বন্ধ রাখতে হবে।
২। নিজের ও আক্রান্ত পার্শ্ববতী ক্ষেতে নিম্নের যে কোন একটি ছত্রাকনাশক বা মিশ্রণ অনুমোদিত হারে পাতার উপর ও নীচে শুকনা গাছে স্প্রে করতে হবে।
- এক্রোবেট এম জেড (২গ্রাম/লিটার পানি) অথবা
- কার্ভোট এম ৮ (২গ্রাম/লিটার পানি) অথবা
- সিকিউর ৬০০ WG (২গ্রাম/লিটার পানি) অথবা
- মোলোডি ডুও ৬৬.৮ WP ৪ গ্রাম + সিকিউর ৬০০ WG ১ গ্রাম
ড. মোছা: মাহবুবা বেগম
ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা
কন্দাল ফসল গবেষণা কেন্দ্র
বারি, গাজীপুর