Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ফলিকুর বিষ
বিস্তারিত :ফলিকুর 10 লিটার পানিতে 5 মিলি হোও মিশিয়ে স্প্রে করতে হবে। ফলিকুর বাজারে প্রচলিত কি নামে পাওয়া যায়

উত্তর/মতামত

ফলিকুর মূলত: একটি সিস্টেমিক ছত্রাকনাশক যার রাসায়নিক নাম হলো টেবুকোনাজল। বাজারে বিভিন্ন ট্রেড নামে টেবুকোনাজল পাওয়া যায়। যেমন: ফলিকুর 25 EC, সুপ্রিম 250 EW, টেবুজল 250 EW, ভিজল 250 EC, ডিফেন্ডার 250 EC, ভেলিম্যাক্স 25 EW ইত্যাদি।
কীটতত্ত্ব বিভাগ, বারি, গাজীপুর