Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : সার
বিস্তারিত :কোন কোন সার গাছে স্প্রে করা যায়? একসাথে দুই তিনটি সার গাছে স্প্রে করা যায়? যে যে সার মাটিতে ব্যবহার করা হয় সেগুলো কি একসাথে মাটিতে ব্যবহার করে, যে কোন গাছ লাগানো যাবে? মাটি শোধনের জন্য কি ব্যবহার করা হয়

উত্তর/মতামত


উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান তথা ম্যাক্রোনিউট্রিয়েন্ট পরিমাণে বেশী লাগে তাই স্প্রে করা হয় না। সাধারণত উদ্ভিদের গৌণ পুষ্টি উপাদান তথ্য ম্যাইক্রোনিউট্রিয়েন্ট (জিংক ও বোরন) গাছে স্প্রে করা হয়।
একসাথে দুই তিনটি সার গাছে স্প্রে করা যায়। যেমন জিংক এবং বোরন সার একসাথে স্প্রে করলে ফলন ও ফসলের গুনগতমান দুটোই বৃদ্ধি পায়।
জিংক এবং ফসফেট জাতীয় সার একত্রে ব্যবহার করা ঠিক নয়। এছাড়া অন্যান্য সার একসাথে মাটিতে ব্যবহার করে গাছ লাগানো যাবে।
মাটি শোধনের জন্য চুন বা ডলোমাইট ব্যবহার করা হয়।
শারমীন সুলতানা
বৈজ্ঞানিক কর্মকর্তা
মৃত্তিকা বিজ্ঞান বিভাগ
বারি, গাজীপুর