Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : সালফার কি
বিস্তারিত :সালফার কি

উত্তর/মতামত

সালফার তথা গন্ধক প্রাচীনকাল থেকে পরিচিত একটি মৌলিক পদার্থ। বৈশিষ্টপূর্ণ হলুদ রঙের কারণে একে সহজেই চেনা যায়। অজৈব এবং জৈব উভয় রসায়নে এর গুরুত্ব অপরিসীম। সালফার জীবনের জন্য অপরিহার্য। কুড়িটি মোট অ্যামিনো এসিডের মধ্যে দুটি অ্যামিনো অ্যাসিডে সালফার আছে। সালফার একটি বহুযোজী অধাতব পদার্থ। এর পারমানবিক সংখ্যা ১৬ ও চিহৃ "S"। সালফার প্রকৃতিতে বিশুদ্ধ রূপে অথবা সালফাইড বা সালফেট রূপে পাওয়া যায়। বহু ধাতব খনিজ প্রাকৃতিতে প্রধানত: সালফাইড রূপে বিদ্যমান (যেমন পাইরাইট, চাল্কোপাইরাইট)।
ইবনে সালেহ মো: ফরহাদ
বৈজ্ঞানিক কর্মকর্তা
মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, বারি, গাজীপুর