Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পেঁপে গাছের সমস্যা
বিস্তারিত : পেঁপে গাছের পাতা হলুদ হয়ে গেছে গাছের বৃদ্ধি কম হলুদ হয়ে উপরের দিকে কুঁকড়ে গেছে এখন কি করতে পারি

উত্তর/মতামত

আপনি পেঁপে গাছের বয়স ঠিকমত উল্লেখ করেননি। ধরে নিছ্চি যে, আপনার পেঁপে গাছে এখনও ফুল আসেনি। এক্ষেত্রে যদি নিচের দিকের পাতা হলুদ হয়ে থাকে তবে আপনি প্রতি মাসে গাছ প্রতি ৫০ গ্রাম ইউরিয়া এবং ৫০ গ্রাম এমওপি সার প্রয়োগ করে দেখতে পারেন। আর যদি উপরের দিকের কচি পাতা হলুদ হয়ে থাকে তাহলে আপনি ২-৩ গ্রাম বোরণ পাউডার/সার প্রতি লিটার পানির সাথে গুলিয়ে স্প্রে করে দেখতে পারেন। আশা করছি এগুলো অনুসরন করে আপনি ভাল ফলাফল পাবেন। আর একটি অনুরোধ রইল যে, প্রশ্নটি যথাযথভাবে না করা হলে উত্তর দেয়া কষ্টকর হয়।

ড. বাবুল চন্দ্র সরকার
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা(ফল)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর