Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : বীচ
বিস্তারিত :কৃষি সম্পসারন

উত্তর/মতামত

আপনি কি ধরনের বীজ (সবজি, ফল ও ফুল) কিনতে চান তা প্রশ্নের মধ্যে উল্লেখ করেন নাই। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, রহমতপুর, বরিশাল হতে আপনার প্রয়োজন অনুযায়ী নগদ মূল্যে বীজ সংগ্রহ করতে পারেন। যোগাযোগের ঠিকানাঃ ড. মুহাম্মদ শামসুর আলম মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট রহমতপুর, বরিশাল। ফোন নম্বরঃ ০২৫৫-০৬১৬৫৭ (অফিস) এছাড়াও আপনার নিকটস্থ কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর এর কৃষি কর্মকর্তার সাথে এই ব্যাপারে যোগাযোগ করতে পারেন।