Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : onion
বিস্তারিত :How can purple blotch of onion ?

উত্তর/মতামত

পার্পল ব্লচ রোগের উৎপত্তি ও বিস্তারের কারণ: আক্রান্ত বীজ, বায়ু ও গাছের পরিত্যক্ত অংশের মাধ্যমে এ রোগ বিস্তার লাভ করে। বৃষ্টিপাত হলে এবং তাপমাত্রা বৃদ্ধির সংগে সংগে এই রোগ দ্রুত বৃদ্ধি পায়। প্রতিকারের ব্যবস্থা :
- সুস্থ ও নিরোগ বীজ কন্দ ব্যবহার ও আক্রান্ত গাছের পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে।
- রোগ দেখা দিলে ৩গ্রাম/লি. এন্ট্রাকল অথবা ক্যাবরিওটপ এবং ১০-১২ দিন পরে ২.৫ গ্রাম রোডরাল এবং ২.৫ গ্রাম রিডোমিল গোল্ড মিশিয়ে ১০-১২ দিন পর গাছে স্প্রে করতে হবে।
ড. রুম্মান আরা
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র
বারি, গাজীপুর