Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ঢেঁড়শের ফল ছিদ্রকারী পোকা
বিস্তারিত :আমি ২ বিঘা জমিতে হাইব্রিড আশা ঢেঁড়স চাষ করেছি। এখন ফুল ফুটে ঢেঁড়স ধরতেছে। কিন্তু ঢেঁড়স কুকরে যাচ্ছে। পাতাতে পুকা ধরতেছে। এতে করনিও কি এবং ফলন বেশি আনতে কি করনিও।

উত্তর/মতামত

ভাইরাস রোগ হয়েছে,
ইমিতাফ, পেগাসাস, কনফিদর ১ মিলি/লি। স্প্রে করুন
Sex pheromon trap বা ব্যবহার করুন

ড. একেএম কামরুজ্জামান
প্র্ধান বৈজ্ঞানিক কর্মকর্তা(সবজি)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর