Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পেয়ারাগাছেসারপ্রোয়োগ
বিস্তারিত :তিনমাসবয়সেরপিয়ারাগাছেকিপরিমানসারদিতেহ

উত্তর/মতামত

একটি তিন মাস বয়সের পেয়ারা গাছে ৩ কেজি পচা গোবর সার, ৫০ গ্রাম ইউরিয়া, ৫০ গ্রাম টিএসপি এবং ৫০ গ্রাম এমওপি সার ফেব্রুয়ারি, মে ও সেপ্টেম্বর মাসে তিন কিস্তিতে প্রয়োগের পর পরই পানি সেচ দিতে হবে। সার একেবারে গাছের গোড়ায় না দিয়ে যতদুর পর্যন্ত গাছের ডালপালা বিস্তার লাভ করে সে এলাকার মাটির সাথে ভালভাবে মিশিয়ে দিতে হবে।

ড. বাবুল চন্দ্র সরকার
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা(ফল)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর