Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : লেবু গাছের নতুন পাতায় পোকা হয়ে এবং পাতা কুকরিয়ে যায়। ফুল ঝরে প।
বিস্তারিত :লেবু গাছে নতুন পাতা হলে তাতে পোকা হয়। এতে পাতা কুকরিয়ে যায় এবং ফুল ঝরে পরে।

উত্তর/মতামত

প্রথমত আপনি লেবু গাছের বয়স উল্লেখ করেননি। তথাপি বলছি যে, গাছে নতুন পাতা আসার সময় হতে ফল ধরা পরযন্ত প্রতি ২০-২৫ দিন অন্তর আপনি গাছের গোড়া হতে ১ ফুট দুরে গাছ প্রতি ২-৩ গ্রাম করে ফুরাডান/এসেন্ড প্রয়োগ করে হালকা পানি সেচ দিয়ে দেখতে পারেন। তারপরও যদি পাতা কোকড়ানো পোকার আক্রমন দেখা যায় তখন আপনি ইমিটাফ ২০ এসএল ০.৫ মি. লি. হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে ১০-১৫ দিন অন্তর ২-৩ বার স্প্রে করে দেখতে পারেন। আশা করছি এতে ভাল ফলাফল পাবেন।

ড. বাবুল চন্দ্র সরকার
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা(ফল)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর