Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আধুনিক পেঁপে চাষাবাদ
বিস্তারিত :েপঁেপর সব জাত

উত্তর/মতামত

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত শাহী পেঁপে, পেঁপের একটি উচচ ফলনশীল এবং একলিঙ্গী জাত। কান্ডের খুব নীচু থেকে ফল ধরা শুরু হয়। ফলের ওজন ৯০০-১০০০ গ্রাম। গাছ প্রতি ফলের সংখ্যা ৪০-৬০ টি। হেক্টর প্রতি ফলন ৪০-৬০ টন। এটি একটি একলিঙ্গী জাত বিধায় পুরুষ ও মহিলা এ দুই ধরনের গাছ পাওয়া যায়। এজন্য প্রতি গতে ২-৩ টি চারা লাগানো উত্তম।
ড. বাবুল চন্দ্র সরকার
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা(ফল)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর