Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : তেজপাতা চারাগাছের পাতা বাদামী হয়ে যাওয়া
বিস্তারিত :৩মাস আগে নারর্সারী থেকেএকটি তেজপাতা গাছ লাগায় এখন গাছের পাতায় ছিট ছিট হয়ে যাচ্ছে এবং পাতা শুকিয়ে বাদামী হয়ে যাচ্ছে

উত্তর/মতামত

তেজপাতা গাছের পাতায় দাগ পড়ে বাদামী হয়ে শুকিয়ে যাওয়া একটি রোগ যার নাম তেজপাতার পাতা ঝলসানো রোগ, যা পেসটালোসিয়া নামক ছত্রাকের আক্রমণে হয়ে থাকে। রোগের প্রতিকার: ১। রোগাক্রান্ত পাতা ও ডাল কেটে পুড়ে ফেলতে হবে। ২। খরার সময় গাছে নিয়মিত সেচ দিতে হবে ও পানি স্প্রে করতে হবে। ৩। গাছে সুষম সার প্রয়োগ করতে হবে। ৪। দুই কেজি পটাশ সার তিন ভাগ করে বছরে তিন বার গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। ৫। কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক (যেমন-অটোস্টিন ৫০ ডব্লিউডিজি) প্রতি লিটার পানিতে ১ গ্রাম অথবা প্রোপিকোনাজোল গ্রুপের ছত্রাকনাশক (যেমন-টিল্ট ২৫০ ইসি) প্রতি লিটার পানিতে ০.৫ মিলিলিটার হারে মিশিয়ে গাছের পাতায় ৭-১০ দিন পর পর ২-৩ বার গাছে স্প্রে করতে হবে।

ড. শৈলেন্দ্র নাথ মজুমদার
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর