Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : মরিচের ফল ছিদ্রকারী পোকা
বিস্তারিত :ক্ষেতে ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা গেছে।

উত্তর/মতামত

মরিচের ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য ফেরোমন ট্র্যাপ ব্যবহার /এসএনভিপি স্প্রে করা যেতে পারে তবে এগুলি এই সময়ে পাওয়া না গেলে স্পিনেআস্যাড (সাকসেস ২.৫ এসসি ১.২ মিলি প্রতি লিটার অথবা ট্রেসার ৪৫ এসপি ৪৫ প্রতি লিটার পানিতে ০.৪ মিলি বা ১০ লিটারে ৪ মিলি হারে ৭-১০দিন অন্তর ২ বার স্প্রে করতে হবে ।

ড. শৈলেন্দ্র নাথ মজুমদার
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর