Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ঢেরস গাছের সাদা মাছি পোকা আক্রমণ
বিস্তারিত :প্রিয় স্যার আমি আমার একটি জমিতে ঢেরস চাষ করেছি কিন্তু সেখানে প্রায় সময় মাছি পোকার আক্রমণে গাছ গুলো নষ্ট হয়ে যায় এবং সাথে ফলের গায়েও দাগ লাগে যার কারনে বাজারে ঢেরস বিক্রি করতে অনেক সমস্যা হয়।এই অবস্থা থেকে কিভাবে সমাধান পেতে পারি দয়া করে জানাবেন প্লিজ

উত্তর/মতামত

ইমিতাফ, পেগাসাস, কনফিদর ১ মিলি/লি। স্প্রে করুন

ড. একেএম কামরুজ্জামান <‌br>প্র্ধান বৈজ্ঞানিক কর্মকর্তা(সবজি)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর