Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পেপে গাছ সম্পর্কে।
বিস্তারিত :আসসালামু আলাইকুম আমার লম্বা দুটি পেপে গাছ রয়েছে। বিজ থেকে গাছ হয়েছে এই বিজের গাছে প্রচুয ফল ধরে। কিন্তু এই বিজ থেকে যে গাছ হয়েছে এই গাছে ফলন কম গাছের গোরায় তেমন মাটি নাই। এখন গোরায় কি মাটি দিতে পারবো? বা কি করলে ফলন বারবে। জানাবেন প্লিজ।

উত্তর/মতামত

বিজ থেকে যে গাছ হয়েছে সেই গাছের গোরায় মাটি দিতে পারবেন। সাথে কিছু ভাল জৈব সার বা গোবর সার বাবহার করলে গাছ ভালো হবে।
কিন্তু ফলন ভাল হবে কিনা তা বলতে পারছিনা, কারন এই গাছ এর মাতৃ গাছ যদি হাইব্রিড জাত হয়ে থাকে তবে এটা থেকে ভাল ফলন আশা করা যাবে না।

ড. একেএম কামরুজ্জামান
প্র্ধান বৈজ্ঞানিক কর্মকর্তা(সবজি)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর