Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আঁশফল
বিস্তারিত :আঁশফল এর গুটি ঝরে যাচ্ছে করনীয় কি? আর গুটিতে ছবির মতো পোকা ধরেছে। বোরন কোন সময় প্রয়োগ বা স্প্রে করতে হবে।

উত্তর/মতামত


১। আঁশফলের গুটি মটর দানা অবস্থায় ইমিডাক্লোপ্রিড জাতীয় কীটনাশক ০.২ গ্রাম/লি. হিসেবে এবং ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক ২ গ্রাম/লি. হিসেবে মিশিয়ে গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে।
২। গাছের বয়স ভেদে ইউরিয়া ও এমওপি সার প্রয়োগ করতে হবে। সাধারনত ১০ বছর বয়সী গাছের জন্য ২০০ গ্রাম ইউরিয়া ও ২০০ গ্রাম এমওপি গাছের গোড়া থেকে ৩ ফুট দূর দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। সাথে সাথ সেচ দিতে হবে। খড়া অবস্থায় ফলের বাড়ন্ত অবস্থায় ১০-১৫ দিন অন্তর সেচ দিতে হবে।
৩। মটর দানা অবস্থায় ১ গ্রাম বোরিক এসিড ১ লি. পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।

ড. বাবুল চন্দ্র সরকার
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা(ফল)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর