Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : নারিকেল ফল ছোট অবস্থায় নষ্ট হয়।
বিস্তারিত :৫ টি নারিকেল গাছে রয়েছে আমাদের ডাব আসে কিন্ত ডাব ছোট অবস্থায় মরে যায়। কি করলে এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে জানালে উপকৃত হতাম।আবাত কিছু কিছু নারিকেল বড় হলেও ছবি মত অবস্থায় নষ্ট হয়ে যা,, এমত অবস্থায় কি করা দরকার???

উত্তর/মতামত

আপনার নারিকেল গাছের বয়স কত, নিয়মিত সার প্রয়োগ, সঠিক পরিচর্যা করেন কিনা এসব তথ্য জানান নাই, যা নারিকেল গাছের জন্য অত্যাবশ্যকীয়। সাধারনতঃ কোন কারনে স্ত্রী ফুল নিষেকে ব্যর্থ হলে ছোট অবস্হায় ফল ঝরে পড়ে। চারা রোপণের প্রাথমিক বছরগুলোতে স্বাভাবিক কারণে কচি ফল ঝরে পড়ে। গাছের পুষ্টির ঘাটতি হলে বিশেষ করে পটাশ এর অভাব হলে ও দীর্ঘ মেয়াদী খরা হলে ও খরার পরে হঠাৎ বৃষ্টি হলে এবং বিভিন্ন পোকা মাকড় ও রোগে আক্রান্ত হলে ফল ঝরে পড়ে। প্রতিকারঃ ফল ঝরে পড়ার সঠিক কারন নির্ণয় করে সে অনুযায়ী ব্যবস্হা নিতে হবে। সঠিক সময়ে সঠিক মাত্রার সুষম সার প্রয়োগ করতে হবে। শুষ্ক মৌসুমে পানি সেচ দিতে হবে।
এছাড়া আরও বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুনঃ
www.bari.gov.bd > কৃষি প্রযুক্তি হাত বই > ২য় খন্ড> ফল- ফসল> নারিকেল

ড. বাবুল চন্দ্র সরকার
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা(ফল)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর