Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : সবজির চারা রোগবালাই দমনের জন্য আবেদন।
বিস্তারিত : আমি শসার চারা রোপন করেছি প্রায় ২৫ দিন এখন পাতা গুলো হলুদ হয়ে যাচ্ছে এবং পোকামাকড় পাতা গুলো কেটে ফেলছে। এখন কি করতে হবে।

উত্তর/মতামত

মাটিতে পানি থাকলে তা অপসারন করুন ,
জৈব সার প্রয়োগ করুন ,
রোগ এর লক্ষন মনে হলে Nowien/ Autostin @ 1ml/liter ছত্রাক নাশক স্প্রে করুন

ড. একেএম কামরুজ্জামান
প্র্ধান বৈজ্ঞানিক কর্মকর্তা(সবজি)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর