Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : কীটনাশক ও ছত্রাকনাশক কী একত্রে স্প্রে করা যায়?
বিস্তারিত :কীটনাশক ও ছত্রাক নাশক একত্রে স্প্রে করা যায়?

উত্তর/মতামত

সকল কীটনাশক ও ছত্রাকনাশক একত্রে স্প্রে করা যায়না। শুধুমাত্র সদৃশ(compatible) কীটনাশক ও ছত্রাকনাশক একত্রে স্পে করা যেতে পারে।

ড. এ কে এম জিয়াউর রহমান
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
কীটতত্ত্ব বিভাগ
বিএআরআই, গাজীপুর