Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : গাছের রোগ
বিস্তারিত :মুগ ডালের ফুলে পোকা

উত্তর/মতামত

মুগ ডালের ফুলে সাধারণত থ্রিপস পোকা দেখা যায়। এ পোকা দেখা দিলে ফলন কমে যায়। সাধারনত সিস্টেমিক কোন কিটনাশক প্রয়োগ করে এ পোকা দমন করা যায়। মুহা. মালেক হুসাইন রাজু বৈজ্ঞানিক কর্মকর্তা ডাল গবেষণা উপ-কেন্দ্র বিএআরআই, গাজীপুর