Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পেঁপে, মেলন,রকমেলন,তরমুজ।
বিস্তারিত :জৈবসার ও রাসানিক সার এর পরিমাপ।কখন কোন সময় কি কীটনাশক ব্যহার করতে হবে ইত্যাদি বিষয়ে পরামর্শ চাই।

উত্তর/মতামত

বিঘা প্রতিঃ
ভালো কম্পোস্ট সারঃ ১০০০ কেজি
ইউরিয়াঃ ৪০ কেজি
টিএসপিঃ ৩৫ কেজি
এমওপিঃ ৩০ কেজি
জিপসামঃ ১২ কেজি
বোরিক এসিডঃ ১ কেজি
দস্তা সারঃ ১ কেজি
ম্যাগনেসিয়াম অক্সাইডঃ ১ কেজি
কীটনাশক ব্যহার এর জন্য নিদ্রিস্ট ফসল ও নিদ্রিস্ট পোকা ও রোগ উল্লেখ করুন

ড. একেএম কামরুজ্জামান
প্র্ধান বৈজ্ঞানিক কর্মকর্তা(সবজি)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর