Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : কম্বাইন হারভেস্টার ক্রয়
বিস্তারিত :আমার বাবা একজন পেশাদার মাঝারি কৃষক। তিনি ধান কাটার জন্য কম্বাইন হারভেস্টার ক্রয় করতে চান। তিনি প্রচুর পরিমাণে ধান চাষ করার কারণে কম্বাইন হারভেস্টার মেশিন প্রয়োজন । মেশিনটি যদি সরকারিভাবে ক্রয় করা যায় তবে তিনি ক্রয় করতে উৎসাহী।

উত্তর/মতামত

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে সরকার ৫০% ভর্তুকিতে কম্বাইন হারভেস্টর সরবরাহ করছেন। সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসের মাধ্যমে কম্বাইন হারভেস্টর বরাদ্দের জন্য আবেদন করতে হয়। যদিও আবেদনের সময়সীমা শেষ হয়ে গেছে তবুও উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন।

ড. মো. আইয়ুব হোসেন
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
এফএমপিই বিভাগ
বিএআরআই, গাজীপুর