Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : বিটি বেগুন চাষ
বিস্তারিত :বিটি বেগুন চাষ করতে চাই বারি বিটি১,২,৪ আর তাই বীজ প্রয়োজন।(জমির পরিমান ৩০ শতাংশ)শেরপুর,বগুড়া।

উত্তর/মতামত

বারি বিটি বেগুন-১, বারি বিটি বেগুন-২ ও বারি বিটি বেগুন-৪ এর বীজ গাজীপুর এ অবস্খিত বিএআরআই এর প্রধান দপ্তরের বীজ প্রযুক্তি বিভাগে পাওয়া যাবে। এ ছাড়াও আপনার নিকটস্থ বিএডিসি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসসমূহে যোগাযোগ করতে পারেন। ৩০ শতাংশ জমির জন্য মোট বীজের প্রয়োজন পড়বে মাত্র ২০ গ্রাম।

ড. পরিমল চন্দ্র সরকার
প্র্ধান বৈজ্ঞানিক কর্মকর্তা
বীজ প্রযুক্তি বিভাগ
বিএআরআই, গাজীপুর