Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পোকার আক্রমণ দেখা যাচ্ছে
বিস্তারিত :সার, আমার দোন্দূল গাছে গান্দি পোকার আক্রমণ দেখা যাচ্ছে এবং অনেক পোকার আক্রমণ দেখা যাচ্ছে। পোকা দমন করতে কি ঔষধ দিব।যদি দয়া করে জানাতেন খুব উপকার হতো।

উত্তর/মতামত

১। গান্ধীপোকা সাধারণত গাছের নীচে জন্মানো আগাছা বা গাছ থেকে পতিত পাতার নীচে লুকিয়ে থাকে।তাই পোকাসমেত গাছের নীচে থাকা আবর্জনা পুড়িয়ে ফেলতে হবে।
২। ল্যাম্ডা সাইহ্যালোথ্রিন/সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক ১মিলি/লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।স্প্রে করার কমপক্ষে ৫দিন পর ধুন্দুল সংগ্রহ করা যাবে।

ড. এ কে এম জিয়াউর রহমান
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
কীটতত্ত্ব বিভাগ
বিএআরআই, গাজীপুর