Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : মাল্টা চাষ
বিস্তারিত : মাল্টা গাছের পাতায় সুরঙ্গকারী পোকা লেগেছে সমাধান কি

উত্তর/মতামত

পাতার ছোট সুড়ঙ্গ পোকা (সাইট্রাস লিফমাইনার)ঃ এ পোকার ক্ষুদ্রকীড়াগুলো পাতার উপত্বকের ঠিক নীচে আঁকাবাঁকা সুড়ঙ্গ করে সবুজ অংশ খেয়ে ফেলে। এতে পাতা কুঁকড়ে বিবর্ণ হয়ে শুকিয়ে ঝরে যায়। এক্ষেত্রে গাছে নতুন পাতা গজানোর সময় অথবা যখনই এ পোকার আক্রমন দেখা যাবে তখনই ইমিটাফ ২০ এসএল ০.৫ মি. লি. হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে ১০-১৫ দিন অন্তর ২-৩ বার স্প্রে করতে হবে।

ড. বাবুল চন্দ্র সরকার
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা(ফল)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর
সংযুক্ত ফাইল : Picture2.png