Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : কলম বিষয়
বিস্তারিত :লেবু গাছের গুটি কলম স্থায়ী কাল কত। গুটি কলমের গাছ কত দিন বাঁচে। এবং কতদিন ফল দিতে পারে আমি শুনেছি গুটিকলম 3-4 বছর পরে মারা যায়

উত্তর/মতামত

ভালোভাবে যত্ন করলে (সার, পানি প্রয়োগ, ডালপালা ছাঁটাই, পোকা ও রোগ দমন) একটি লেবু গাছ ৫০ বছর এমনকি ১০০ বছর পর্যন্ত বাঁচতে পারে এবং ফল দিতে পারে। br>
ড. বাবুল চন্দ্র সরকার
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা(ফল)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর