Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আমন ধান চাষের জন্য উপযোগী বীজ ।
বিস্তারিত :আমন ধান চাষের জন্য উপযোগী উচ্চ ফলনশীল জাতের ধানের আবাদ করতে চাই। এজন্য নতুন গবেষণালব্ধ কোন ধানের জাত উদ্ভাবন করা হয়েছে কি।যা মাঠ পর্যায়ে চাষ করা হয়নি, যা পাইলট প্রকল্প হিসেবে ব্যবহার করা হয় । যদি পাওয়া যায় তবে আমি কি ভাবে এই বীজ সংগ্রহ করতে পারি।

উত্তর/মতামত

ধান সংক্রান্ত সকল তথ্যের জন্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর এ যোগাযোগ করুন অথবা ভিজিট করুন www.brri.gov.bd এই ঠিকানায়।
এএসআইসিটি বিভাগ, বিএআরআই, গাজীপুর