Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : মরিচ গাছ
বিস্তারিত :মরিছ পাতা হলুদ কোকড়ানো

উত্তর/মতামত

মরিচের পাতা হলুদ কুঁকড়ে গেলে প্রতি লিটার পানিতে ২ মিলিলিটার লেবাসিড/এডমায়ার মিশিয়ে স্প্রে করে দমন করা যায় এবং ভার্টিমেক/ওমাইট/থিয়ভিট ২ মিলিলিটার/লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে।

ড. রুম্মান আরা
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর