Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : বারি আম 4 এর জাত কতটি
বিস্তারিত :জনাব, বিনীত ভাবে আপনার কাছে জানতে চাই যে, বারি আম ৪ এর কতটি জাত আছে , কোনটি ভালো হবে বাণিজ্যিক ভাবে চাষ করার জন্য এবং কোথায় ভালো চারা পাওয়া যাবে। আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ মিজানুর রহমান

উত্তর/মতামত

বিএআরআই উদ্ভাবিত আমের মোট ১২ টি জাত রয়েছে। এর মধ্যে বারি আম-৪ একটি হাইব্রিড জাত। বানিজ্যিক ভাবে চাষ করতে চাইলে বারি আম-৩ ও বারি আম-৪ জাতের চারা -কলম লাগাতে পারেন। চারা -কলম পেতে যোগাযোগ করতে পারেনঃ ফল বিভাগ, উগকে, বিএআরআই, গাজীপুর।

ড. বাবুল চন্দ্র সরকার
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা(ফল)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর