Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ছাদ কৃষি
বিস্তারিত :টবে মরিচ, বেগুন, লাউ জাতীয় সবজি চাষের জন্যে রাসায়নিক ভাবে কিধরনের কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এবং কতটুকু পরিমানে ব্যবহার করে মাটি শোধন করতে হবে? ১০/১২ ইঞ্চি টবের জন্য পরিমান বলেন প্লিজ।

উত্তর/মতামত


ছাদে সবজি চাষের জন্যে ১০/১২ ইঞ্চি টবে ৫ কেজি মাটি এবং ৫ কেজি পচা গোবর ভাল ভাবে মিশিয়ে সবজি চারা রোপণ করবেন।
সবজি চাষের জন্যে রাসায়নিক ভাবে কিধরনের কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করতে হবে- টা নির্ভর করবে কন সবজি তে কন রোগ বা পোকা আক্রমন করেছে। সুতরাং যে কোন কীটনাশক বা ছত্রাকনাশকএখন বললে হবে না।

ড. একেএম কামরুজ্জামান
প্র্ধান বৈজ্ঞানিক কর্মকর্তা(সবজি)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর