Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পটলের ঝড়ে পড়া সমস্যা
বিস্তারিত :পটলের ফুল আসার পর, পটল ছোট থাকা অবস্থায় পচে গিয়ে ঝড়ে পড়তেছে। এই সমস্যা সমাধানে কি পদক্ষেপ নিতে পারি?

উত্তর/মতামত

মাছি পোকা এর লক্ষন মনে হলেসেক্স ফেরোমন ব্যবহার:
সেক্স ফেরোমনের গন্ধে আকৃষ্ট হয়ে পুরুষ মাছি পোকা প্লাষ্টিক পাত্রের অভ্যান্তরে প্রবেশ করে ও সাবান পানিতে আটকে পরে মারা যায়। জমিতে ক্রমনুসারে ১২ মিটার (৩৬ feet) দূরে দূরে স্থাপন করতে হবে।
রোগ এর লক্ষন মনে হলে : Nowien/ Autostin @ 1ml/liter ছত্রাক নাশক স্প্রে করুন

ড. একেএম কামরুজ্জামান
প্র্ধান বৈজ্ঞানিক কর্মকর্তা(সবজি)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর