Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আম ও মাল্টা গাছের আগা মরে যাচ্চে ও গাছ বড় হচ্চেনা
বিস্তারিত :আম গাছের আগা মরে যাচ্ছেওমালটা গাছ বড় হচ্ছেনা করনীয় কি একটু যানাবেন

উত্তর/মতামত

আমের আগা মরা বা ডাই ব্যাক আক্রান্ত ডগা কিছু সুস্থ অংশসহ কেটে পুড়িয়ে ফেলতে হবে।কাটা অংশে বর্দোপেষ্ট (১০০ গ্রাম তুঁত, ১০০গ্রাম চুন ও১লিটার পানি) এর প্রলেপ দিতে হবে। বর্দোমিশ্রণ (১%) অথবা ইন্ডোফিল-এম ৪৫ ২গ্রাম/ লি: হারে মিশিয়ে ১৫ দিন অন্তর ২বার স্প্রে করতে হবে।

ড. বাবুল চন্দ্র সরকার
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা(ফল)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর